Wellcome to National Portal

কোনা জাল (মশারি জাল), কারেন্ট জাল, কড়া জাল, বিভিন্ন ধরনের চাই প্রভৃতি ব্যবহার, মাছের আবাসস্থলে বা চলাচল ও প্রজননের স্থলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ বা স্থাপনা তৈরি করে, উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে অথবা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য আহরণ করলে, ডিম ওয়ালা মাছ ধরলে, মাছের পোনা ধরলে জরিমানা আদায় ও আইনানুগ শাস্তি প্রদান করা হবে। মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকেও জানান ও হাওর, খাল-বিল, নদী তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করুন। মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Fingerlings releasing program at South Sunamganj, Sunamganj under the revenue budget of the Department of Fisheries in the financial year 2020-21
Details

মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মহাসিং নদী সংলগ্ন দেখার হাওরে ২৭৮ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। অনিবার্য কারণে প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয় উপস্থিত হতে পারেন নাই। উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব দোলন রাণী তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ আতিকুর রহমান, উপজেলা শিশু বিষয়ক অফিসার জনাব হাসান কবির, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নুরুল হক, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং মৎস্যজীবিগণ।

Images
Attachments
Publish Date
04/09/2020
Archieve Date
30/06/2021