Wellcome to National Portal

কোনা জাল (মশারি জাল), কারেন্ট জাল, কড়া জাল, বিভিন্ন ধরনের চাই প্রভৃতি ব্যবহার, মাছের আবাসস্থলে বা চলাচল ও প্রজননের স্থলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ বা স্থাপনা তৈরি করে, উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে অথবা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য আহরণ করলে, ডিম ওয়ালা মাছ ধরলে, মাছের পোনা ধরলে জরিমানা আদায় ও আইনানুগ শাস্তি প্রদান করা হবে। মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকেও জানান ও হাওর, খাল-বিল, নদী তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করুন। মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা এর আগস্ট-২০১৯ খ্রি. মাসের মাসিক সমন্বয় সভা আগামী ২৮/০৮/২০১৯খ্রি. তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা মৎস্য দপ্তর, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে
Details

                                                                                                                                        সভার নোটিশ

             মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা এর আগস্ট-২০১৯খ্রি. মাসের মাসিক সমন্বয় সভা আগামী ২৮/০৮/২০১৯খ্রি. তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা মৎস্য দপ্তর, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সকল প্রতিবেদনের অফিস কপিসহ যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, মাসিক সমন্বয় সভায় সহকারী মৎস্য কর্মকর্তা/ক্ষেত্র সহকারী/অফিস সহকারীগণের মধ্যে হতে যে কোন একজনের উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হলো।

সভার আলোচ্য সূচি:

1।

এপিএ  প্রতিবেদন পর্যালোচনা

2।

ক্ষুদ্রঋণ প্রতিবেদন

3।

ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম আলোচনা

4।

মৎস্য সংরক্ষণ আইন বিষয়ক আলোচনা

5।

বিভাগীয় রাজস্ব অন্যান্য কার্যক্রম আলোচনা

6।

ইনোভেশন

7।

মৎস্যখাদ্য আইন ও পশুখাদ্য আইন

8।

মৎস্য হ্যাচারি আইন

9।

মৎস্য খাদ্য নমুনা প্রেরণ

10।

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা

11।

অভয়াশ্রম স্থাপন  ও সংরক্ষণ বিষয়ক আলোচনা

12।

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ II প্রজেক্ট (এনএটিপি-2) এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা

13।

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (2য় পর্যায়) এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা

14।

মৎস্য বিষয়ক কারিগরি ও সাধারণ তথ্যাদির প্রতিবেদন এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা

15।

সাম্প্রতিক অতি বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে মৎস্যসম্পদের ক্ষয়-ক্ষতি সংক্রান্ত আলোচনা

16।

 রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম সংক্রান্ত আলোচনা

17।

বিবিধ

Publish Date
27/08/2019
Archieve Date
29/12/2020