মৎস্য অধিদপ্তারাধীন কার্প হ্যাচারি কমপ্লেক্স,শান্তিগঞ্জ,সুনামগঞ্জ-এ বর্তমান উৎপাদন বৎসরে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা উৎপাদন কার্যক্রম চলছে।
চলতি ২০২০ উৎপাদন বছরে বিভিন্ন প্রজাতির ২০০ কেজি রেণু, ১২.১০ লক্ষ কার্পজাতীয় মাছের পোনা, ১.০০ লক্ষ তেলাপিয়া মাছের পোনা, ২.৪০ লক্ষ সরপুঁটির পোনা এবং ৩০০০ কেজি মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী মৎস্যচাষি/উদোক্তাদের সরকারি এ হ্যাচারি থেকে গুনগতমানের রেণু ও পোনা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগঃ
অশোক কুমার দাশ
হ্যাচারী অফিসার
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১২-৭৩৭৮৮১
মোঃ আবুল কালাম আজাদ
জেলা মৎস্য অফিসার
সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১-১৫১৮৭২
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস