Wellcome to National Portal

কোনা জাল (মশারি জাল), কারেন্ট জাল, কড়া জাল, বিভিন্ন ধরনের চাই প্রভৃতি ব্যবহার, মাছের আবাসস্থলে বা চলাচল ও প্রজননের স্থলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ বা স্থাপনা তৈরি করে, উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে অথবা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য আহরণ করলে, ডিম ওয়ালা মাছ ধরলে, মাছের পোনা ধরলে জরিমানা আদায় ও আইনানুগ শাস্তি প্রদান করা হবে। মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকেও জানান ও হাওর, খাল-বিল, নদী তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করুন। মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কার্প হ্যাচারি,শান্তিগঞ্জ,সুনামগঞ্জ-এ বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা উৎপাদন কার্যক্রমের খবর
বিস্তারিত

মৎস্য অধিদপ্তারাধীন কার্প হ্যাচারি কমপ্লেক্স,শান্তিগঞ্জ,সুনামগঞ্জ-এ বর্তমান উৎপাদন বৎসরে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা উৎপাদন কার্যক্রম চলছে। 

চলতি ২০২০ উৎপাদন বছরে বিভিন্ন প্রজাতির ২০০ কেজি রেণু, ১২.১০ লক্ষ কার্পজাতীয় মাছের পোনা, ১.০০ লক্ষ তেলাপিয়া মাছের পোনা, ২.৪০ লক্ষ সরপুঁটির পোনা এবং ৩০০০ কেজি মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

আগ্রহী মৎস্যচাষি/উদোক্তাদের সরকারি এ হ্যাচারি থেকে গুনগতমানের রেণু ও পোনা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগঃ 

অশোক কুমার দাশ
হ্যাচারী অফিসার
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১২-৭৩৭৮৮১

মোঃ আবুল কালাম আজাদ
জেলা মৎস্য অফিসার
সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১-১৫১৮৭২ 

 

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/01/2020
আর্কাইভ তারিখ
31/12/2020