Wellcome to National Portal

কোনা জাল (মশারি জাল), কারেন্ট জাল, কড়া জাল, বিভিন্ন ধরনের চাই প্রভৃতি ব্যবহার, মাছের আবাসস্থলে বা চলাচল ও প্রজননের স্থলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ বা স্থাপনা তৈরি করে, উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে অথবা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য আহরণ করলে, ডিম ওয়ালা মাছ ধরলে, মাছের পোনা ধরলে জরিমানা আদায় ও আইনানুগ শাস্তি প্রদান করা হবে। মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকেও জানান ও হাওর, খাল-বিল, নদী তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করুন। মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

২০২০-২১ অর্থ বছরে চলমান কর্মকান্ডঃ

​১। জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচি (এনএটিপি-২) প্রকল্পের আওতায়-

      প্রশিক্ষণ প্রদান

      প্রদর্শনী স্থাপন

     মৎস্য অভয়াশ্রম স্থাপন ও রক্ষণাবেক্ষণ

২। ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প(২য় পর্যায়)ঃ

        প্রশিক্ষণ প্রদান

         প্রদর্শনী স্থাপন 

        মাঠ পর্যায়ে স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মীর (LEAF) মাধ্যমে সেবা প্রদান

৩। জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর পুনঃখনন কাজ

        - মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এমন ডিপিপিভূক্ত পুকুর, ডোবা, বিল ইত্যাদি পুনঃখনন

৪। Community-Based Climate Resilient Fisheries and Aquaculture Development in Bangladesh Project এর আওতায়

-দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
-প্রদর্শনী স্থাপন
-লাগসই প্রযুক্তি সম্প্রসারণে সহায়তা প্রদান

-সামাজিক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম