মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০ - ২১ অর্থ বছরে ছাতক উপজেলার শিলুয়া-পেকুয়া হাওর, উপজেলা পরিষদ পুকুর, থানার পুকুর এবং স্থানীয় গুচ্ছগ্রামের পুকুরে মোট ৩০৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত কালে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য অফিসার, সুনামগঞ্জ; জনাব মোঃ ফজলুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ছাতক; জনাব মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক; জনাব প্রশান্ত দে, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (নি.বে), ছাতক; জনাব আহাম্মদ সনজুর মোরশেদ, অফিসার ইনচার্জ, ছাতক থানা; জনাব মাসুদ জামান খান, সহকারী মৎস্য অফিসার, ছাতক; উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুফলভোগী মৎস্যজীবিগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস