মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ৩০৭ কেজি পোনা মাছের মধ্যে ২২৪ কেজি পোনামাছ মাটিয়ান হাওর সংলগ্ন বওলাই নদীতে এবং ৮৩ কেজি পোনা স্পীডবোটে পরিবহন করতঃ টাঙ্গুয়ার হাওরে অবমুক্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ; উপজেলা নির্বাহী অফিসার জনাব পদ্মাসন সিংহ; উপজেলা মৎস্য অফিসার জনাব সারোয়ার হোসেন; উপজেলা কৃষি অফিসার জনাব হাসান-উদ-দৌলা; কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ ইকরামুল হোসেন, মৎস্য সম্প্রসারণ অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম; মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জনাব মোঃ মামুন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ ও মৎস্যজীবিগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস