গত ২০জুলাই ,২০২০ খ্রি. তারিখ জেলা মৎস্য অফিসারের কার্যালয়, সুনামগঞ্জ এর ব্যবস্থাপনায় দেখার হাওরে পোনামাছ অবমুক্ত করেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এড্ভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ ও জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল আহাদ মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব নিগার সুলতানা কেয়া, সুনামগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব সীমা রাণী বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া প্রতিনিধি, স্থানীয় মৎস্যজীবী এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে সার্বিক সহায়তা করেন শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্সের হ্যাচারি অফিসার জনাব অশোক কুমার দাশ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস