সভার নোটিশ
মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা এর আগস্ট-২০১৯খ্রি. মাসের মাসিক সমন্বয় সভা আগামী ২৮/০৮/২০১৯খ্রি. তারিখ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা মৎস্য দপ্তর, সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সকল প্রতিবেদনের অফিস কপিসহ যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য যে, মাসিক সমন্বয় সভায় সহকারী মৎস্য কর্মকর্তা/ক্ষেত্র সহকারী/অফিস সহকারীগণের মধ্যে হতে যে কোন একজনের উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হলো।
সভার আলোচ্য সূচি:
1। |
এপিএ প্রতিবেদন পর্যালোচনা |
2। |
ক্ষুদ্রঋণ প্রতিবেদন |
3। |
ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম আলোচনা |
4। |
মৎস্য সংরক্ষণ আইন বিষয়ক আলোচনা |
5। |
বিভাগীয় রাজস্ব অন্যান্য কার্যক্রম আলোচনা |
6। |
ইনোভেশন |
7। |
মৎস্যখাদ্য আইন ও পশুখাদ্য আইন |
8। |
মৎস্য হ্যাচারি আইন |
9। |
মৎস্য খাদ্য নমুনা প্রেরণ |
10। |
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা |
11। |
অভয়াশ্রম স্থাপন ও সংরক্ষণ বিষয়ক আলোচনা |
12। |
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ II প্রজেক্ট (এনএটিপি-2) এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা |
13। |
ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (2য় পর্যায়) এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা |
14। |
মৎস্য বিষয়ক কারিগরি ও সাধারণ তথ্যাদির প্রতিবেদন এর কার্যক্রম অগ্রগতি বিষয়ক আলোচনা |
15। |
সাম্প্রতিক অতি বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে মৎস্যসম্পদের ক্ষয়-ক্ষতি সংক্রান্ত আলোচনা |
16। |
রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম সংক্রান্ত আলোচনা |
17। |
বিবিধ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস