Wellcome to National Portal

কোনা জাল (মশারি জাল), কারেন্ট জাল, কড়া জাল, বিভিন্ন ধরনের চাই প্রভৃতি ব্যবহার, মাছের আবাসস্থলে বা চলাচল ও প্রজননের স্থলে স্থায়ী বা অস্থায়ী বাঁধ বা স্থাপনা তৈরি করে, উন্মুক্ত জলাশয়ে বিষ প্রয়োগ করে অথবা বৈদ্যুতিক শক দিয়ে মৎস্য আহরণ করলে, ডিম ওয়ালা মাছ ধরলে, মাছের পোনা ধরলে জরিমানা আদায় ও আইনানুগ শাস্তি প্রদান করা হবে। মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ সম্পর্কে জানুন, মেনে চলুন এবং অন্যকেও জানান ও হাওর, খাল-বিল, নদী তথা উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি করুন। মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিচিতি কার্প হ্যাচারি কমপ্লেক্স, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ এর অধীনস্ত একটি সরকারি হ্যাচারি হলো কার্প হ্যাচারি কমপ্লেক্স, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। হ্যাচারিটি মৎস্য অধিদপ্তর এর রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত হয়। এই হ্যাচারি হতে প্রধানত কার্প জাতীয় বিভিন্ন মাছের রেণু ও পোনা উৎপাদন করে সরকারি মূ্ল্যে মৎস্য চাষি ও খামারিদের মাঝে সরবরাহ করা হয়। তা ছাড়া রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি কার্যক্রমে বিভিন্ন উপজেলায় এই হ্যাচারি থেকে সুস্থ-সবল পোনা মাছ সরবরাহ করা হয়। উক্ত হ্যাচারিটি সুনামগঞ্জ জেলার, শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলায় সুনামগঞ্জ-সিলেট রাস্তার পার্শ্বে অবস্থিত। তাই অত্র জেলার যেকোন উপজেলা হতে সড়ক পথে সহজেই যোগাযোগ এবং রেণু ও পোনা সংগ্রহ করা সহজ হয়। তাছাড়াও এখানে প্রতিবছর উত্তম মৎস্য চাষ ও  এতদসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সুনামগঞ্জ জেলায় মৎস্য চাষে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।